
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় গত বৃহস্পতিবার একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে, অন্ধ ট্রাম্পকে পথ দেখাচ্ছেন অনুগত কুকুর নেতানিয়াহু। ব্যঙ্গচিত্রটি টুইটারে শেয়ার হওয়ার পরেই ইসরায়েলিদের রোষানলে পড়েন নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষের।
এর ফলে পত্রিকাটিকে বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয়েছে।
ব্যঙ্গচিত্রটি কোন ধরনের ক্যাপশন ছাড়াই ছাপা হয় নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়। এতে নেতানিয়াহুকে স্টার অব ডেভিড চিহ্নধারী কলারে বাঁধা চেনের প্রান্তে ট্রাম্পের পোষা কুকুর রূপে আঁকা হয়েছে। কুকুরের চেন ধরে হাঁটতে দেখা গেছে অন্ধ ডোনাল্ড ট্রাম্পকে, যাঁর মাথায় চাপানো হয়েছে ইহুদির মতো স্কাল ক্যাপ।
টুইটারে ইসরায়েলিদের প্রতিক্রিয়া দেখে নিজেদের ভুল বুঝতে পেরেছে বলে জানায় পত্রিকাটি। এরপর ক্ষমা চায় তারা।
নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যঙ্গচিত্রটি সত্যিই অবমাননাকর এবং যা প্রকাশ করে অন্যায় করেছে তারা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply