দলের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া। বুধবার বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাছে মোবাশ্বের আলমের অব্যাহতিপত্র জমা দেওয়া হয়।
এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরারব দলের সবধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছি।’
দল ছেড়েছেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। আমি দল আগেও করেছি, এখানো করছি। ভবিষ্যতেও বিএনপি করবো। আমি শুধু পদগুলো থেকে অব্যাহতি চেয়েছি। দয়া করে কেউ ভুল লিখবেন না।’
কী কারণে পদ ছেড়ে দিতে চাইছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই অনেক কষ্ট। ১৫টির মতো মামলা। জেল খেটেছি অনেকবার। সবশেষ চার মাস জেল খেটে নির্বাচনের পর মুক্তি পেয়েছি। একটু রেস্ট নিতে হবে তো।’
পদ থেকে অব্যাহতি চাওয়ায় নেতাকর্মীদের প্রতিক্রিয়া কী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের অনুমতি চেয়েছি। তবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আর দল তো অব্যাহতিপত্র গ্রহণ নাও করতে পারে। তাই এখনই বলা যাচ্ছে না।’
একাদশ সংসদ নির্বাচনের পরে বিএনপি থেকে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। গত ২৪ জানুয়ারি তিনি মির্জা ফখরুলের কাছে অব্যাহতিপত্র জমা দেন। এরপর গত ১৬ মার্চ দলে থেকে পদত্যাগ করেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন।
এছাড়া একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেন সংগীতশিল্পী মনির খান। গত বছরের ৯ ডিসেম্বর তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেন। মনির খান বিএনপির সংস্কৃতি বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন।
এর মধ্যে গত ২৮ মার্চ মানসিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি আবু মোতালেব।
মোবাশ্বের বলেন, ‘আমি অন্য কোনো দলে যাবো না। বিএনপি করেছি, আগামীতেও থাকবো। তবে কোনো পদ-পদবিতে থাকবো না।’
মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে সেখানে মনোনয়ন পান মো. মনিরুল হক চৌধুরী।
মনোনয়ন না পাওয়ার কারণে পদত্যাগ করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগে জেলে ছিলাম। তখন আমাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply