জয়পুরে নারী আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল মিতালি রাজ- জাহানারা আলমের ভেলোসিটি এবং হারমানপ্রিত করের সুপারনোভাস।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ভেলোসিটি। সুষমা বার্মা ও অ্যামিলা করের দায়িত্বশীল ব্যাটিংয়ে এমন লক্ষ্য পেয়েছে দলটি।
দলীয় ৩৭ রানেই পাঁচ উইকেট হারায় ভেলোসিটি এরপরে ৭১ রানের জুটি গড়েন সুষমা ও অ্যামিলা। অ্যামিলা ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। সুষমা করেন ৩২ বলে অপরাজিত ৪০ রান।
১২২ রানের লক্ষ্যে ছোটা সুপারনোভাস শেষ বলে পৌঁছায় জয়ের বন্দরে, ৪ উইকেট হাতে রেখে। দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন সুপারনোভাসের অধিনায়ক হারমানপ্রীত কৌর, যিনি ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করেন।
ফাইনালে হেরে যাওয়া ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম।
প্রথম ওভারে এক রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে জাহানারা দিয়েছেন চার রান। তৃতীয় ওভারে তিনি দিয়েছেন তিন রান। শেষ ওভারে হারমানপ্রিত করের সামনে কিছুটা খরুচে (১৩ রান) ছিলেন তিনি। সবমিলিয়ে চার ওভারে ২১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন জাহানারা।
নিজের দ্বিতীয় ওভারে নাটালাই স্কাইভারকে (২) বোল্ড করে ফিরিয়েছেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে তিন রান করা সোফি ডিভাইনকেও বোল্ড করে ফিরিয়েছেন জাহানারা।
বিধ্বংসী ব্যাটসম্যানকে ডিভাইনকে বোল্ড করা জাহানারার সেই ডেলিভারিকে নারীদের আইপিএলের সেরা ডেলিভারি মানা হচ্ছে। বলের গতিবেগ ও লাইন বুঝে উঠার আগেই জাহানারার বলে উড়ে যায় ডিভাইনের অফ স্ট্যাম্প।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply