ভারতের বিপক্ষে হার দিয়ে নিদাহাস ট্রফি শুরু করে ছিল করেছিল রিয়াদ বাহিনী। অনেকেই ভেবেছিলেন ভরাডুবির এক সিরিজ ই হবে বাংলাদেশের জন্য। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এক ঐতিহাসিক জয় তুলে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পূর্বে বাংলাদেশ ক্রিকেট দল ছিল হারের বৃত্তে। আত্মবিশ্বাস টা চলে গিয়েছিল তলানিতে কিন্তু এক জয়েই পাল্টে গেছে অনেক কিছু। টাইগার বাহিনী ফিরে পেয়েছে আত্মবিশ্বাসের রসদ। কিন্তু এখনও বাকি আছে অনেক কিছু করে দেখানোর। শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেওয়ার পর আজ ভারতের বিপক্ষে আরেক টি জয় তুলে নেওয়ার আরেক টি চ্যালেঞ্জ।
ক্রিকেটের ছোট সংস্করনে ভারত জুজু কাটানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে আজ তামিম -মুশফিকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ টি শুরু হবে। ত্রিদেশীয় সিরিজে ভারত সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কে হারিয়ে ভারত ই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালে উঠার জটিল হিসাবের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রয়েছে মাঝামাঝি অবস্থানে।ভারতের বিপক্ষে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান টপকে ধূসর সিরিজ কে রঙিন করে তুলেছে বাংলাদেশ দল। আজ জিতলে পারলে ফাইনাল চলে আসবে দৃষ্টি সীমায়,অন্য দিকে হারলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না। আজ ভারত জিতলেই চলে যাবে ফাইনালে।
আজ ভারত হেরে যায় তবে তাদের তাকিয়ে থাকতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচের দিকে। তবে পারতের সুবিধা হচ্ছে নেট রান নেট। তিন ম্যাচে চার পয়েন্ট তুলে নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এক ম্যাচ করে জিতলেও নেট রান রেটে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
আজ যদি বাংলাদেশ জিতে যায় এবং শেষ ম্যাচে হেরে যায় তবে ফাইনালে ওঠার সমীকরণ টা জটিল হয়ে যাবে।তখন তিন দলের পয়েন্ট হবে সমান নেট রান রেটে এগিয়ে থাকা দুটি দল ফাইনাল খেলবে। তাই আজ সেই বিষয় টি মাথায় রেখে ই খেলতে নামবে বাংলাদেশ।তবে আগে ভারতের গেরো খোলার চ্যালেঞ্জটা জয় করতে চান মাহমুদউল্লাহরা। টি ২০ সংস্করণে দু’দলের আগের ছয় ম্যাচের প্রতিটিতেই জিতেছে ভারত। ২০১৬ টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে এক রানের সেই অবিশ্বাস্য হারের দুঃস্মৃতি কখনই ভোলা সম্ভব নয়। তবে সেই দুঃস্মৃতি ভারতকে ফিরিয়ে দেয়া খুবই সম্ভব। মানসিক বাধাটা কেটে গেছে আগের ম্যাচেই। যে বাংলাদেশ আগে কখনও টি ২০ তে দুইশ’ করতে পারেনি, তারাই কিনা শ্রীলংকার বিপক্ষে ২১৫ রানের কঠিনতম লক্ষ্য তাড়া করে জিতেছে। রাঙিয়েছে ইতিহাসের পাতা। ৩৫ বলে ৭২* রানের মহাকাব্যিক এক ইনিংসে ঐতিহাসিক এ জয়ের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটেও ছিল দুঃসাহসী আত্মবিশ্বাসের ছটা।
হন্যে হয়ে একটি জয়ের খোঁজে থাকা বাংলাদেশ কাঙ্ক্ষিত সেই অমৃতের স্বাদ পেয়ে মানসিকভাবে খোলনলচে বদলে গেছে। ভারতকে হারানো এখন আর অসম্ভব মনে করছেন না মাহমুদউল্লাহরা। ভাগ্যের দিকে তাকিয়ে না থেকে বাকি দু’ম্যাচ জিতে নিজেরাই নিশ্চিত করতে চান ফাইনাল। ভারত জয়ের মিশনে নামার আগে সেটাই জানালেন লংকা-বধের নায়ক মুশফিক, ‘যে আত্মবিশ্বাস দরকার ছিল, আগের ম্যাচ থেকেই সেটা পেয়ে গেছি আমরা।
আশা করি, এটা ধরে রাখতে পারব। এখনও দুটি ম্যাচ আছে আমাদের। সেভাবেই আমরা পরিকল্পনা করছি। যদি তা বাস্তবায়ন করতে পারি, আশা করি, পরের ম্যাচ দুটি জিতে আমরাই ফাইনালে উঠব।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply