১১ লাখ মার্কিন ডলারের বেশি লটারি জিতেছেন। কিন্তু তিনি চান না তার স্বজনরা সেটা জানুক। কারণ লোভী স্বজনরা সেটা জানলেই হয়তো তার কাছে টাকা চেয়ে বসবেন। সে কারণে মুখোশ পরেই লটারির টাকা নিলেন জ্যামাইকার এক ব্যক্তি।
নিজের পরিচয় গোপন করে ছদ্মনাম এ. চ্যাম্পবেল বলে উল্লেখ করেছেন তিনি। অর্থলোভী স্বজনদের যেন টাকা দিতে না হয় সেজন্যই মুখোশ পরে লটারির টাকা নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ন্যাশন্স সুপার লোটো থেকে পাওয়া লটারির টাকা পেতে ৫৪ দিন অপেক্ষা করতে হয়েছে চ্যাম্পবেলকে। গত বছরের নভেম্বরে তিনি এই লটারি জিতেছিলেন। তিনি জানিয়েছেন, লটারির এই টাকা দিয়ে তিনি একটি সুন্দর বাড়ি কিনবেন। তার একটি ছোট ব্যবসা আছে। তিনি লটারির টাকা দিয়ে এই ব্যবসাকে আরও বড় করবেন।
এর আগে গত জুনে আরও এক সুপার লোটো লটারি বিজয়ী একটি ইমোজি মাস্ক পরে লটারির টাকা নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি জ্যামাইকার অর্থে প্রায় ১৮ কোটি ৯ লাখ ডলার লটারি জিতেছিলেন। নিজের পরিচয় গোপন করতেই মাস্ক পরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply