ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের সামনে এখনও কঠিন সমীকরণ। আর সেই সমীকরণের ম্যাচে টস হেরে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান করে বাংলাদেশ। তাই রশিদ খানদের জিততে হলে পাড়ি দিতে হবে অল্প রান।
বিশ্বকাপের আগের সব ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমেছিলেন সৌম্য সরকার। তবে আজ তামিমের সঙ্গে ওপেন করতে নেমেছেন লিটন দাস। আগের দুই ম্যাচে লিটন ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। কিন্তু ওপেনিংয়ে নামার সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। অফ স্পিনার মুজিব উর রহমানের ফুল লেংথ বলে শর্ট খেলেছিলেন লিটন। শর্ট কাভারে নিচু ক্যাচ নেন হাশমতউল্লাহ শাহিদি।
টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখার পর জানান সিদ্ধান্ত। আম্পায়ারের বির্তকিত এই সিদ্ধান্তে দলীয় ২৩ রানে সাজঘরে ফিরতে হয় লিটনকে। আউট হওয়ার আগে ১৭ বলে ১৬ রান করেন লিটন। এরপর টাইগার শিবিরে আঘাত হানে মোহাম্মদ নবি। তিনি ওপেনর তামিম ইকবালকে সারাসরি বোল্ড করে দেন। তামিম আউট হওয়ার আগে ৫৩ বলে ৩৬ রান করে। দ্রুত দুই উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চাপে পরেন তখন বাংলাদেশের রানের চাকা সচল রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাজে আম্পায়ারিংয়ে দলীয় ১৪৩ রানে মুজিবউর রহমানের বল প্যাভিলিয়নে ফিরে যায় সাকিব। আউট হওয়ার আগে ৬৯ বলে ৫১ রান করেন তিনি।
ওপেনিং থেকে আজ পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সৌম্য। আজও ব্যার্থ তিনি। ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন প্যাভিলিয়নের পথে হাটেন এই হার্ড হির্টার ওপেনার। এরপর মাহমুদউল্লাহকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন মুশফিকুর রহিম। তবে গত ম্যাচের মত আজ ইনিংস বড় করতে পারেনি মাহমুদউল্লাহ। দলীয় ২০৭ রানে ব্যাক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরে যায় রিয়াদ।
শেষের দিকে মুশফিকুর রহিমের ৮৭ বলে ৮৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩৫ রানের ইনিংস ভর করে এই স্কোর পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৬২/ ৭ (৫০ ওভার)
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, সাইফউদ্দীন এবং মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলিখিল, মুজিব-উর রহমান, দৌলত জাদরান এবং সামিউল্লাহ সেনওয়ারি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply