শেষ তিন ওভারে দিল্লির দরকার ছিলো ২৪ রান। আগের দুই ওভারে মাত্র ৭ রান দেয়া মোস্তাফিজ ১৮তম ওভারে দেন ৮ রান। ১৯তম ওভারে বুমরাহ ছিলোন আরো দুর্দান্ত। মাত্র ৫ রান দিয়ে আটকে রাখেন দিল্লির ব্যাটসম্যানদের। শেষ ওভারে মোস্তাফিজের জন্য সমীকরণ দাড়ায় ৬ বলে ১১ রানের।
তবে প্রথম দুই বলে বলে চার ও ছক্কা মেরে ম্যাচ প্রায় শেষ করে দেন জেসন রয়। এরপর তিনটি অবাক করা ডেলিভারিতে রয়কে বোকা বানান মোস্তাফিজ। ব্যাটেই বল লাগাতে পারেননি তিনি। শেষ বলে দরকার ছিলো এক রান। ম্যাচে আবার ফিরে আসে উত্তেজনা। কিন্তু শেষ বলে কাভার ড্রাইভ করে জয়সূচক রানটি আদায় করেন রয়। ৭ উইকেটে ম্যাচ জেতে দিল্লি।
আবারো শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ হারল মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং সত্ত্বেও হেরেছে দল।
মোস্তাফিজ, বুমরাহ ও ক্রুনাল পান্ডিয়া ছাড়া মুম্বাইয়ের আর কোন বোলার ভালো বোলিং করতে পারেননি। মোস্তাফিজ চার ওভারে ২৫ রানে একটি উইকেট নিয়েছেন। বুমরাহ দিয়েছেন ২৭ রান। ক্রুনাল পান্ডিয়া ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।এছাড়া হারদিক পান্ডিয়া দুই ওভারে ৩২, আসেলা ধনঞ্চয়া চার ওভারে ৪৭, মায়ান্দ মারকান্দে ৩ ওভারে ৪২ রান দিয়েছেন।
মূলত ৭ থেকে ১৬ ওভারের সময়টাতেই ম্যাচে জয়ের পথ সুগম করেছে দিল্লি। মোস্তাফিজ ও বুমরাহ পাওয়ার প্লেতে নিজেদের দুটি করে ওভার করার পর আবার ফিরেছেন ১৬ ওভারের পর। এই ফাঁকে অন্য বোলারদের একের পর এক বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন জেসন রয় ও শ্রেয়াস লিয়ের।
দিল্লির জয়ের নায়ক ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৩ বলে ৯১ রানের ইনিংসে খেলেছেন ৬টি করে ছক্কা ও চার। লিয়ের অপরাজিত ছিলেন ২০ বলে ২৭ রান করে।
শুরুতে মুম্বােইয়ের ছুড়ে দেয়া বড় টার্গেট তাড়া করতে নেমে ঝড়ের গতিতে ছুটতে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের রানের চাকায় বাধা হয়ে দাড়ান মুম্বাই ইন্ডিয়ান্সের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও জাসপ্রিত বুমরাহ। রানের গতি থামিয়ে দেয়ার পর ইনিংসের প্রথম উইকেটটিও আসে মোস্তাফিজের হাত ধরে।
টানা দুই ম্যাচ হেরে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে আজ আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে। তবে সেই রান তাড়া করতে নেমে দিল্লির দুই ওপেনার গৌতম গঙ্ভীর ও জেশন রয় ছুটতে শুরু করেন বুলেট গতিতে। প্রথম দুই ওভারে তুলে ফেলেন ২৩ রান। তৃতীয় ওভারে জাশপ্রিত বুমরাহ এসে মাত্র দুই রান দেন।
পরের ওভারে রোহিত শর্মা বল তুলে দেন তার সেরা অস্ত্র মোস্তাফিজের হাতে। কাটার মাস্টার দেন চার রান। কিন্তু পঞ্চম ওভারে হারদিক পান্ডিয়াকে বেদম মেরে ২১ রান আদায় করেন নেন ইংলিশ ব্যাটসম্যান জেশন রয়। ৬ষ্ঠ ওভারে তাই আবারো মোস্তাফিজকে ডাকেন রোহিত।
এবার প্রথম বলেই ক্যাচ তুলে দেন দিল্লির অধিনায়ক গম্ভীর। রোহিত শর্শা মিড উইকেটে সহজ ক্যাচ নেন। বিপজ্জনক এই জুটি ভাঙার পর সে ওভারে মাত্র ৩ রান দেন মোস্তাফিজ। কিন্তু পাওয়ার প্লের পর আবার হাত খুলে খেলতে থাকের জেসন রয় শ্রেয়াস লিয়ের।
১৬তম ওভারে বুমরাহর বলে শর্ট থাড ম্যানে লিয়েরের দুটি ক্যাচ পরেছে মোস্তাফিজের হাত ফসকে। অবশ্য কোনটিই সহজ ক্যাচ ছিলো না। দুবারই ডাইভ দিয়েছিলেন টাইগার পেসার; কিন্তু বল হাতে জমাতে পারেননি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply