আফজাল মাহমুদ, খোকসা,কুষ্টিয়া:বিশ্বের সব থেকে বড় এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি বিবৃতে জানিয়েছে ২০১৬ সাল থেকে তারা ২০১৯ সাল পর্যন্ত ভুল করে প্রায় ১৫ লাখ নতুন ইউজারের ইমেল আইডি আপলোড করে ফেলেছে। যদিও এই ইমেল কন্টাক্টগুলো কারো সাথে শেয়ার করা হয়নি এবং কোম্পানি এগুলো ডিলিট করে দিয়েছে। কোম্পানি এও জানিয়েছে যে সব ইউজারের ইমেল আইডি আপলোড হয়েছে তাদেরকে এই বিষয়ে পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে। বহুদিন থেকেই ফেসবুক ইউজারদের প্রাইভেসি নিয়ে বিতর্ক চলছে। এরমধ্যে আরেকটি ঘটনা জানা যায় যেখানে কয়েকলাখ ইউজারের পাসওয়ার্ড ফাঁস হয়ে যায়।
গতবছর ক্যামব্রিজ এনালিটিকা বিতর্ক থেকেও জানা গিয়েছিলো বিনা অনুমতিতে ফেসবুক তাদের ইউজারদের ব্যক্তিগত ডেটা ব্যবহার করছে। এছাড়াও গতবছর ফেসবুক ক্যামব্রিজ এনালিটিকা ডেটা লিক ছাড়াও আরো একটি বড়ো ডেটা লিক বিতর্কে জড়িয়েছিল। সাইবার সিক্যুরিটি ফার্ম UpGuard ফেসবুকের এই ডেটা লিক আমাদের সামনে এনেছিল। যেখানে ৫০ মিলিয়ন অর্থাৎ ৫৪ কোটি মানুষের ডেটা থার্ড পার্টি পাবলিক সার্ভারে সেভ হয়ে গিয়েছিলো। যদিও এই ডেটা অপব্যবহার হয়েছে কিনা তা জানা যায়নি।
নিরাপত্তা ঝুকির কারণে কমতে শুরু করেছে ফেসবুকের ব্যবহারকারির সংখ্যা। সাথে ফেসবুকের বার্ষিক আয়ও। গত বছর বছর বিশ্বের ধনীদের মধ্যে ফেসবুকের প্রতাষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৫ ম অবস্থানে থাকলেও এ বছর তা নেমে ৭ম অবস্থানে চলে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে, এভাবা আস্তা হারাতে থাকলে ফেসবুকের ব্যবসা আরো ক্ষতি গ্রস্থ হবে এবং নতুন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জায়গা দখল করে নিতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply