নিয়ামতুল্লাহ্ ইমন,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে আমদানী করা গুড়া দুধের প্রচেলন কমিয়ে দেশীয় খাঁটি গরুর দুধসহ দুধ শিল্পকে রক্ষা করতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জয়পুরহাট জিরো পয়েন্টে এই মানব বন্ধন কর্মসূচি পালন করে জয়পুরহাট ডেইরী ফার্মারস এসোসিয়েশন নামক একটি বেসরকারি সংগঠন।
মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন- জয়পুরহাট ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি সাদমান আলীফ মিম রায়হান, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ। বক্তারা বলেন, দেশীয় দুগ্ধ শিল্প উন্নয়নে দুগ্ধ খামারীদের উৎসাহিত করতে দেশে বিদেশ থেকে নিম্নমানের গুড়া দুধ আমদানী নিরুৎসাহিত করতে হবে।
দেশীয় খাঁটি গরুর দুধের পুষ্টিমানে সাধারন মানুষের মাঝে নিশ্চিত করতে নিম্নমানের ভূর্তুকীপ্রাপ্ত গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং কর আরোপ, দেশীূয় তরল দুধের দাম বাড়ানো, তরল দুধের বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করন, সরকারিভাবে দেশীয় দুধ সংরক্ষনের ক্যবস্থা করা, দুগ্ধ খামারীদের ২০ বছর আয়কর মুক্ত রাখাসহ বক্তারা ১০ দফা দাবী জানান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply