এক মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশের বিদ্যুৎ খাত।
অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাগরের তলদেশ দিয়ে অবশেষে দেশের মূল ভূখণ্ডের জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত হলো দ্বীপ উপজেলা সন্দ্বীপ।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৩ মিনিটে হঠাৎ আলো জলে উঠল সন্দ্বীপ উপজেলার পিডিবির বৈদ্যুতিক বাতিতে। বিদ্যুতের আলো জলে উঠার সঙ্গে সঙ্গেই সন্দ্বীপবাসীর হৃদয়ে খুশির সঞ্চার হয়। এ সময় উৎসুক জনতার মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।
সন্দ্বীপ উপজেলায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ এশিয়া মহাদেশে এটাই প্রথম। ১৪’শ গ্রাহককে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে সন্দ্বীপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এই সময় এনাম নাহার মোড়ের সড়ক বাতিও জলেছে সরবরাহ করা বিদ্যুতে।
জানা গেছে, আগামী সপ্তাহে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলে নদীর তলদেশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপে বিতরণ শুরু হবে এমনই ধারণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে বলেন, বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও মূলত আগামী সপ্তাহ থেকে পুরোদমে বিদ্যুৎ পাবেন সন্দ্বীপবাসী। পর্যায়ক্রমে পুরো সন্দ্বীপবাসীকে বিদ্যুতের আওতায় আনা হবে।
পিডিবি সূত্র জানায়, মঙ্গলবার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলের নদীর তলদেশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছে বাউরিয়া ঘাটে স্থাপিত ট্রান্সমিটারে। বুধবার ট্রান্সমিটার থেকে বিদ্যুৎ সংযোগ আসে এনাম নাহার মোড়ের সাবস্টেশনে। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটে সাবস্টেশনের লাইটিং ট্রান্সমিটারে বিদ্যুৎ আসে। ২টা ২১ মিনিটে পাওয়ার ট্রান্সমিটার চালু হয়। বিকাল ৪টা ৪৩ মিনিটে সংযোগ দেওয়া হয় সরবরাহ লাইনে। সঙ্গে সঙ্গেই সফলতার মুখ দেখে এশিয়ার সর্বপ্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply