সাভারের আশুলিয়ায় বাংলা বর্ষবরণ উৎসবে বৈশাখী পোশাক কিনে না দেয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার গোরাট এলাকার আনা মিয়া মণ্ডলের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
১৪ বছর বয়সী আদরী কুমারী নামে ওই কিশোরী লালমনিরহাট সদর জেলার কামিনী রায়ের মেয়ে। সে গোরাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মশিউর রহমান নয়ন জানান, ‘গত কয়েক দিন ধরে বৈশাখী পোশাকের জন্য বায়না করছিল আদরী। কিন্তু গার্মেন্টকর্মী মা ও মানসিক ভারসাম্যহীন দরিদ্র বাবার পক্ষে তার বায়না পূরণ করা সম্ভব হয়নি।’
‘এ ঘটনার পর পহেলা বৈশাখের দিন বিকালে নিজ কক্ষের দরজা ভেতর থেকে আটকে রাখে আদরী। সন্ধ্যা হয়ে গেলেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তার স্বজন ও প্রতিবেশীরা।’
তিনি আরও জানান, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় লাশ সৎকারের জন্য স্থানীয়দের কাছ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply