বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইউনাইটেড হাসপাতালেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দিতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, দেশনেত্রীকে এখনই মুক্তি দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা থেকে সরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
রিজভী এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কারাগারে খালেদা জিয়ার ওপর নানা কায়দায় অমানবিক নিষ্ঠুর নির্যাতন চলছে উল্লেখ করে তিনি বলেন, শারীরিক অসুস্থতার যাতে যথাযথ চিকিৎসা না হয়, তার জন্য সরকার সবকিছু করছে।
এর আগে, গতকাল সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী মন্তব্য করেছিলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার নামে রাজনীতি করছে। এরই পরিপ্রেক্ষিতে আজ রিজভী এ’কথা বলেন।
দেশের রাজনীতির দু দলেরই উচিৎ আরো একটু নমনীয় হবার। পরস্পরের প্রতি নূন্যতম শ্রদ্ধা বোধ বজায় রাখা।
তবেই জনসাধারন প্রকৃত দেশপ্রেমিক প্রার্থীকে বাছাই করে নির্বাচিত করবার সুযোগ পাবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply