ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের নারী কেলেঙ্কারির অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিও ক্লিপটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সভাপতি এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও সাবেক সভাপ্রতি।
এর আগে ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে নিজের আপন ভাই ড. দেলোয়ার হোসেনকে নিয়োগ দিতে গিয়ে তিনি ব্যাপক ভাবে বিতর্কিত হয়েছিলেন। এই বিষয়ে ত্রিশাল নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি জনাব আরফিনের বিষয়ে কষ্ট, মর্মাহত ও অবাক হয়েছি। একজন শিক্ষক হয়ে নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ নির্বাচনি বোর্ডের প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তর মূল্যায়ন করে নিজের ভাইকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করান। এতে তিনি যে প্রতারণার আশ্রয় নিয়েছেন তা শিক্ষক সমাজের জন্য লজ্জার ব্যাপার।
’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তথ্য গোপন অভিযোগে ও নৈতিকতা বিরোধী চিহ্নিত করে বিশেষজ্ঞ সদস্য থেকে অপসারণ ও আজীবনের জন্য দুর্নীতিবাজ শিক্ষকের কালো তালিকাভুক্ত করণসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার কর্মকাণ্ড হতে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ড. আরফিনের বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দাপ্তরিক নোটিশ প্রদান করা হয়েছিল।’
অডিও ক্লিপ ফাঁসের বিষয়ে অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় দিলে ফোন লাইন কেটে দেন। এরপর বেশ কয়েকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসন সব ধরনের অপ্রীতিকর বিষয়ে প্রাথমিক যাচাই বাছাই শেষে পদক্ষেপ নিতে তৎপর রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply