জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে মোবাইলের সর্বোচ্চ কলরেট ২৫ পয়সা ও সর্বোচ্চ ইন্টারনেট বিল ১০০ টাকা করাসহ আরও ১০ দফা অঙ্গীকার রাখার দাবি জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন যাবত আমরা গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি করে আসছি। আগামীতে নতুন সরকার গঠিত হবে। তাই রাজনৈতিক দলসমূহের নির্বাচনি ইশতেহারে আমাদের দাবি-দাওয়াগুলো সম্পৃক্ত থাকলে আগামীতে গ্রাহকদের স্বার্থ রক্ষা হবে বলে আমরা মনে করি।’
আলোচনায় সংগঠনটি বেশ কিছু দাবি জানায়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাত হাসান, প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. রেজাউল ও কাজী আমান উল্লাহ মাহফুজ।
দাবিগুলো
মুঠোফোনের সর্বোচ্চ কলরেট ২৫ পয়সা করার অঙ্গীকার সব দলের নির্বাচনি ইশতেহারে রাখা।
ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করার অঙ্গীকার।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর স্বাধীনতা নিশ্চিত করা।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অশ্লীল প্রচারণা ও গুজব ছড়ানো বন্ধ করা।
ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বিনামূল্যে ঘরে ঘরে সংযোগ প্রদান ও সর্বোচ্চ বিল ১০০ টাকা করা।
নিরাপদ সড়ক ও যানজটমুক্ত নগরী করার অঙ্গীকার।
গ্রাহক স্বার্থ রক্ষায় নতুন যুগোপযোগী আইন প্রণয়ন করা।
জলবায়ু ও পরিবেশ রক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ।
মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ সর্বোচ্চ ০.০৫ শতাংশ করার অঙ্গীকার।
করহার ৫ শতাংশে নামিয়ে আনা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply