সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কারচুপি অনিয়মের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশন গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের প্রতি জনগণ আস্থা নেই।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-সংসদ নির্বাচন (ডাকসু) ছাত্র রাজনীতিতে সুবাতাস এনে দিয়েছে। জয়-পরাজয় যাই হোক এটা ধরে রাখতে হবে।
তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে অনতিবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়াতে ও বসতে পারছেন না।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাকে আটকে রাখা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া জীবনে ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছুর দিকে লক্ষ্য করেননি। অথচ সরকার তাকে জেলে আটকে রেখেছে একটি মিথ্যা মামলায়, গায়েবি মামলায়। এটা কোথাও কেউ শুনেছে কোনোকালে, দেখেছে কোনোকালে, আমি জানি না।
কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এ সভায় সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, নির্বাহী সদস্য মো. মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply