রুবেল সরদার, বাবুগঞ্জঃঢাকা ০৮ আসন থেকে হাট্ট্রিকসহ পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন (এমপি), বলেছেন একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ স্বাক্ষরিত নৌকা প্রতিকের মনোনয়ন দেন সেই নৌকা প্রতিকের দল নৌকায় ভোট দেন না। যে দল নিজেদের দলের প্রতিকে ভোট দেন না তারা তাদের মা-বাবাকে বিশ্বাস করেন না। তিনি আরো বলেন আসন্ন উপজেলা নির্বাচনে এবার রাতের বেলায় ভোট হবে না। এখন দিনের বেলাই হবে ভোট ডাকাতি সেই ভোট ডাকাতি প্রতিটি কেন্দ্রে অবস্থান নিয়ে তা প্রতিহত করার জন্য ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি আরো বলেন এখন দেখতে পায় অনেক স্থানে বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা বিজয় হচ্ছেন এধরনের নির্বাচন দেশের জন্য সু খবর বয়ে নিয়ে আসবে না। আজ বুধবার (৬ই মার্চ) দুপুরে বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে রাশেদ খান মেনন ও লুৎফন্নেছা বিউটি এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল জেলা ওয়ার্কাস পার্টির পক্ষ থেকে মেনন এমপি দম্পত্তিকে সংবর্ধনার আয়োজন করেন।
জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লুৎফন ন্নেছা এমপি, কেন্দ্রীয় ওয়াকার্স পার্টি নেতা কমরেড আঃ খালেক, জেলা ওয়ার্কার্স পাটি সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, স্থানীয় নেতা অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, বাবুগঞ্জ উপজেলা সম্পাদক টি.এম শাহজাহান, অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা মোঃ শাহিন হোসেন, মানিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ, ভাইস চেয়ারম্যান প্রার্থী, জামাল উদ্দীন, উজিরপুর উপজেলা সম্পাদক ফাইজুল হক বালী, ছাত্র মৈত্রী মহানগর সভাপতি শামীম শাহরুখ তমাল ও শিলা রানি শীল প্রমুখ। মেনন এসময় আরো বলেন,আমি জাতীয় সংসদে বলেছি আমরা আসন্ন উপজেলা নির্বাচন করবো সেই নির্বাচনে আওয়ামীলীগকে পরিবেশ সৃষ্টি করতে হবে।
এই নির্বাচনের মাধ্যমে যথাযথ ভাবে নির্বাচনে ভোটের পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এর পূর্বে এমপি রাশেদ খান মেনন দম্পত্তিকে জেলার বিভিন্ন স্থানের ওয়াকার্স পার্টির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply