ভারতের উত্তর প্রদেশে ঘটলো অলৌকিক এক ঘটনা। এক বছরের শিশু দুই রেললাইনের ফাঁকে পড়ে গেল, তার গা ছুঁয়ে চলে গেল ট্রেন, অথচ সে রয়ে গেল অক্ষত।
উত্তর প্রদেশের মথুরা স্টেশনে ঘটেছে এমনই এক ঘটনা। ঘটনাটির ভিডিও ধারণ করেন কেউ একজন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে শিশুটি কীভাবে রেললাইনের ওপর পড়ে যায়, তা দেখা যায়নি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এক বছর বয়সী মেয়েশিশুটি মায়ের হাত গলে প্ল্যাটফর্মের ঠিক নিচে রেললাইনের ওপর পড়ে যায়। এর পাশেই আরেকটি চওড়া রেললাইন দিয়ে ছুটে যায় যাত্রীবাহী ট্রেন। এটি না যাওয়া পর্যন্ত বোঝার উপায় ছিল না—শিশুটির কী হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানায়, শিশুটির মা-বাবার মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে মাকে ধাক্কা দেন বাবা, কোল থেকে পড়ে যায় শিশুটি।
ভিডিওতে দেখা যায়, সরু রেললাইনের মাঝে সোজা হয়ে শুয়ে আছে শিশু, তার পাশের লাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। সবাই দেখতে পাচ্ছে কী ঘটতে যাচ্ছে, অথচ কিছুই করার উপায় নেই। ভয়াবহ কিছু দেখার আশঙ্কায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই।
ভিডিও থেকে নেওয়াট্রেনটি চলে যাওয়ার পর প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে নিচে নেমে এক যুবক শিশুটিকে তুলে আনেন। দেখা যায়, পুরোপুরি অক্ষত সে। পরিবারের সদস্যের কোলে গিয়ে তারস্বরে চিৎকার করে কাঁদছে। আশপাশের লোকজনের মুখে স্বস্তির হাসি। পরিবারটির পরিচয় এখনো জানা যায়নি।
যাতায়াত মাধ্যম ব্যবহারের সময় আরো একটু সচেতন থাকা উচিৎ সাধারন মানুষকে। তা না হলে এমন কিছু বিপর্যয় এনে দিতে পারে শোকের কালো ছায়া।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply