২৯টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট পিএসএলভি-সি ফোর ফাইভ। স্যাটেলাইট নিয়ে মহাকাশে রকেট উৎক্ষেপনের চিত্র সরাসরি দেখেছেন সহস্রাধিক দর্শক।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার সকাল ৯.২৫ মিনিটে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি-সি ফোর ফাইভ। এতে তিনটি দেশের ২৮টি স্যাটেলাইট এবং ডিআরডিওর এমিস্যাট নামের স্যাটেলাইট। ইসরোর ইতিহাসে এই প্রথম একটি রকেট এতগুলি কৃত্রিম উপগ্রহকে তিনটি ভিন্ন কক্ষপথে স্থাপন করবে।
ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট এমিস্যাট শত্রুদেশের রাডারে নজর রাখবে। এই প্রথম কোনো নজরদারি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইসরো।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply