শনিবার (১৯ মে) সকালে মিরপুর এক নম্বর মাজার রোডের ফলের আড়তে র্যাব-৪ এক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১১০০ মণ আম ধ্বংস করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সায়নিক দিয়ে কৃত্রিমভাবে আম পাকিয়ে বিক্রির অপরাধে আমগুলো জব্দ করা হয়।
মিরপুর এক নম্বরের মাজার রোডের ফলের আড়তে এই অভিযান চালিয়ে এ সময় ছয়জন আম ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন- ফয়সাল আহমেদ (২৫), মো. নুরুল (৭৩), মো. তাবারুল (২৬), মো. রমজান আলী (২৯), মো. আব্দুস সোবহান (৪২) ও মনিরুল ইসলাম (৫৫)।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রমজানে অধিক মুনাফার লোভে ব্যবসায়ীরা কাঁচা আমে ইথোফেনসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দিয়ে জোর করে পাকাচ্ছেন। যা মানবদেহের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। এ জন্য মিরপুর এক নম্বরের মাজার রোডের ফলের আড়তে অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে আম পাকানোর দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ হাজার ১০০ মণ আম ধ্বংস করা হয়েছে।
দেশের আনাচে-কানাচে দেশীয় ফলের আড়ত রয়েছে অনেক। খোদ রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব আড়তে প্রশাসন দিয়ে বিষাক্ত ফল জব্দ করবার উপায় থাকে না। সেক্ষেত্রে তাই কোনো কোনো জায়গার ফল নষ্ট করলেও বিক্রেতারা যতদিন নীতিগতভাবে মানুষ হত্যার এই পথ না ছাড়বেন, ফলের বাজার স্বাস্থ্যকর করা বেশ কষ্টকর হয়ে যাবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply