নুরুল বশর মানিক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতে তলিয়ে যাওয়া মোহাম্মদ রাজু (২৫)নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের আটারকুম নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ রাজু(২৫) চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের
(৭নং ওয়ার্ড) দিয়ার চর এলাকার মোঃজামাল উদ্দিনের পূত্র। জানা যায়,রবিবার (১৪জুলাই) সকালে ঐ এলাকার জকরিয়া সড়ক অতিক্রম করতে গিয়ে মোহাম্মদ রাজু (২৫)নামের যুবক বন্যার পানির স্রোতে তলিয়ে যায়, এলাকার লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় পুলিশিং কমিটির কার্যনির্বাহী সদস্য এম.মোস্তফা খাঁন বলেন, সোমবার ফজরের নামাযের পর নিখোঁজের স্থান থেকে আনুমানিক একশ মিটার দুরে পানিতে রাজু’র লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক মরদেহটি
উদ্ধার করা হলে স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ জানান, রবিবার সকালে বর্ষণের ফলে সৃষ্ট গলা পরিমাণ অতিক্রম করে দুই যুবক জকরিয়া সড়ক পার হচ্ছিল। এসময় প্রবল স্রোতে একজন কোনমতে পার পেয়ে গেলেও রাজু নামের যুবক তলিয়ে যায়। মানুষজন দিয়ে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সোমবার ভোরে তার লাশ পানিতে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply