নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরতলীর দরিয়ানগর পিকনিক স্পটে দিনদুপুরে দুই কলেজ শীক্ষার্থীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৫জুন)দুপুর ২টার দিকে দরিয়া নগরের পাহাড়চূড়ায় এ ঘটনা ঘটে। আহত মোঃশাহজান (১৯) ও রিয়া কক্সবাজার সিঠি কলেজের একাদশ শ্রেণীর শীক্ষার্থী। আহত শীক্ষার্থী শাহজান জানান,আজ মঙ্গল বার দুপুরে বান্ধবীকে নিয়ে দরিয়ানগর পিকনিক স্পটে বেড়াতে গিয়ে ঠিকেট কেটে ভেতরে ঢুকে পাহাড়ের চূড়ায় ওঠে সমুদ্র সৈকত ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এক মূহুর্তে পর্যঠক বেশে এসে ৪ জন ছিনতাইকারী আকস্মিকভাবে ছুরিকাঘাত করে
মোবাইল ও নগত টাকা সহ দুজনের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে।তিনি আরো জানান,ঘটনার পর চার ছিনতাইকারী পাশ্ববর্তী পাহাড় দিয়ে দক্ষিণে দিকে চলে যায়। এরপর তারা প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান,দরিয়ানগর পর্যঠন কেন্দ্রটি বনাঞ্চলের সাথে। ভেতরে কোন ঘেরাবেড়া ও পাহারাদারও নেই। মাত্র একজন টিকেট বিক্রেতা দিয়েই চলছে পার্কটি। পার্কের দক্ষিণ পাশের বনাঞ্চল দিয়ে অনায়াসে এ পার্কে ঢুকে যেকোন অঘটন ঘটিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এরআগেও পার্কের অভ্যন্তরে
এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার ব্যাপারে পার্কের কাউন্টার ম্যানেজার বলেন, আহত দুই কলেজ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়ার চেষ্টা চলছে। এবিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, এ পিকনিক স্পটটি বর্তমানে ইজারাদারের অধীনে চলছে। তাই পার্কের নিরাপত্তার দায়িত্ব তাদের। কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খোন্দকার বলেন, পার্কের ভেতরে এই ধরনের ঘটনা দু:খজনক। পার্কের অভ্যন্তরে পর্যটকদের নিরাপত্তা বিঘিœত হলে সেই পার্ক বন্ধ করে দেওয়া উচিত।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply