নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রীনা আক্তার নামে এক মহিলা মাদক পাচারকারীকে আটক করা হয়। ২৭মে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশনের সামনে থেকে ঐ মহিলা মাদক কারবারী কে আটক করা হয়।
এসময় তার কাছে ১৫০০ পিস ইয়াবা উদ্দার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক রীনা আক্তার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোমেন মন্ডন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়।
এঘটনায় পরিদর্শক আব্দুল মালেক তালুকদার বাদী হয়ে মডল থানায় মামলা করা হয়েছে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ফুলের ডেইল গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদি হয়ে কক্সবাজার মডেল থানায় মামলা করেন। তিনি আরও জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply