হাদীস: হযরত নু’আয়স মুজামির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবু হোরায়রা (রা) এর সাথে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অযু করে বললেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে, যখন তাদের অযুর প্রভাবে হাত-পা ও মুখমন্ডল উজ্জ্বল থাকবে। সুতরাং তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।
নবী করীম (সাঃ) এর অযু:
হাদীস: হযরত ইবনে আব্বাস (রা) এক আঁজলা পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর আর এক আঁজলা পানি নিয়ে মুখমন্ডল ধুলেন। তারপর আর এক আঁজলা পানি নিয়ে ডান হাত ধুলেন।
আরেক আঁজলা পানি নিয়ে ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধুলেন। তারপর আরেক আঁজলা পানি দিয়ে পা ধুলেন এবং বললেন আমি রাসূলুল্লাহ (সাঃ) কে এভাবে অযু করতে দেখেছি।
অযু সন্দেহের কারণে নষ্ট হয় না:
হাদীস: হযরত আব্বাদ ইবনে তামীম (রা) এর চাচা হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল (সাঃ) এর কাছে এসে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো, তার মনে হয়েছিল নামাযের মধ্যে কিছু একটা হয়ে গিয়েছিল। রাসূল (সাঃ) বললেন, সে যেন ফিরে না যায়, যতক্ষণ না শব্দ শুনে অথবা গন্ধ পায়।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply