দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসে হামলার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে প্রায় ২ দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এতে প্রায় ৫০ কিলোমিটার ধরে যানজট সৃষ্ট হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
এক পর্যায়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে পুলিশকে ৬ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। পুলিশ জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার আশ্বাস দিলে রাত পৌনে ১০ টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, আমরা শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করবো। আর এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম আম্বিয়া মাহমুদ বলেন, হামলাকারীদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। এরই মধ্যে গোয়েন্দা দল কাজ করছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply