কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃজেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুমারখালী থানাধীন বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোঃ তারিকুল ইসলাম স্ব-শরীরে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব প্রদানে বেশি পারফরমেন্স এ্যাওয়ার্ড লাভ করায় কুষ্টিয়া জেলা পারফরমেন্স এ্যাওয়ার্ডে ১ম স্থান লাভ করেন। এছাড়াও কুষ্টিয়ার মোট ৭ টি থানার মধ্যে ওয়ারেন্ট, সাজাপ্রাপ্ত আসামী অধিক গ্রেফতার ও অস্ত্র-মাদকসহ বিভিন্ন অভিযানের ক্ষেত্রে সফল হওয়া পুলিশ কর্মকর্তাদের মাঝে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার)। আরো উপস্থিত ছিলেন জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (অপরাধ ও প্রশাসন), কুষ্টিয়া, জনাব নূরানী ফেরদৌস দিশা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়া এবং জনাব ফারজানা শরীফ, মিরপুর সার্কেল, কুষ্টিয়া। উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, সকল ক্যাম্প/ফাঁড়ীর ইনচার্জ ও পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
সভায় মার্চ/২০১৯ মাসের কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, এসআই, এএসআই ও শ্রেষ্ঠ ক্যাম্প ইনচার্জদের ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) এবং কুষ্টিয়া জেলার নবাগত মিরপুর সার্কেল জনাব ফারজানা শরীফ কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার কুষ্টিয়া।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply