রোববার (৩১ মার্চ) ভোরে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করার পর জামিনে ছেড়ে দেয়া হয়। জানা যায় মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে নিজের গাড়ি চালানোর সময় এক তিন চাকার বাহনের তা তুলে দেন করুণারত্নে। এতে আহত হন ওই তিন চাকার বাহনের চালক।
তবে ঘটে যাওয়া এই ঘটনার জন্য এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসে সকলের কাছে ক্ষমা চাইলেন করুণারত্নে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি লেখেন, আপনারা সকলেই গতকাল যা ঘটে গেছে তা সম্পর্কে জেনেছেন। আমি যে গাড়িতে করে বাসায় ফিরছিলাম তা কলোম্বোতে দুর্ঘটনার কবলে পড়ে। এ কারণে আমি প্রথমেই ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকের কাছে ক্ষমা চাইছি। দুর্ঘটনায় সে সামান্য আহত হয়। তবে এখন সে সুস্থ এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।’
লঙ্কান টেস্ট অধিনায়ক আরও লেখেন, ‘আজ (সোমবার) সকালে আমি আদালতে হাজির হই। এখন যত ধরনের নিয়মের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, তার জন্য আমি প্রস্তুত। হ্যাঁ আমি জানি জাতীয় দলের ক্রিকেটার হিসেবে আমার কাছ থেকে এরকম আচরণ কাম্য নয়। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply