ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য একটি প্রতিষ্ঠানের নিকট তুলে দেওয়ার কারনে গত কয়েক দিন ধরে ফেসবুকের প্রতি নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বে।বিশ্বের নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কে। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অন্যের হাতে তুলে দেওয়ার দায়ে ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত বলে অনেকে মন্তব্য করেছেন, এমনকি মার্ক জাকারবার্গ কে ব্রিটিশ সংসদ হাউস অব কমন্সে তলব করা হয়েছে।
এতকিছুর হওয়ার হওয়ার পরও চুপ ছিলেন মার্ক জাকারবার্গ। অবশেষে তিনি তার নীরবতা ভাঙলেন। নীরবতা ভেঙে তিনি ভুল স্বীকার করার পাশাপাশি সবার কাছে ক্ষমা চেয়েছেন জাকারবার্গ। তিনি ফেসবুকের ভুল স্বীকার করে মেনে নিয়েছেন যে একটি রাজনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠানের নিকট কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে গেছে।
যুক্তরাজ্যের কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক রাজনৈতিক গ্রাহকের পক্ষে অনৈতিকভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগ বলা হয়েছে, কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমেই কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে কেমব্রিজ অ্যানালিটিকা। সেই তথ্য পরে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কাজে। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় প্রকাশ্যে এসেছে সবকিছু। এখন পুরো বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের রাজনীতিবিদেরা।
গত কয়েক দিন ধরে ফেসবুকের তথ্য বেহাত খবরের কারনে ফেসবুকের শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। দরপতন হয়েছে প্রায় ৬ দশমিক ৭৭ শতাংশ। এর ফলে ফেসবুকের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার দাম কমে গেছে। ফেসবুকে যারা বিনিয়োগ করেছেন তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন। ফেসবুকে শুধুমাত্র জাকারবার্গের শেয়ার ই আছে মোট শেয়ারের ১৬ শতাংশ। জাকারবার্গ নিজে সম্পদ হারিয়েছেন ৫৫০ কোটি মার্কিন ডলারের। বর্তমানে তার সম্পদ কমে দাড়িয়েছে ৬ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেছেন, এ ঘটনার জন্য তিনি সত্যিই দুঃখিত। ‘দুর্বৃত্তপনায় যুক্ত অ্যাপ্লিকেশনগুলো’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জাকারবার্গ জানান।
ফেসবুকের সাম্প্রতিক এই মহা ‘কেলেঙ্কারির’ বিষয়ে জবাবদিহি করার জন্য কংগ্রেসে শুনানিতে মার্ক জাকারবার্গ কে ডাকা হতে পারে।
কংগ্রেসের শুনানিতে অংশ নেওয়া প্রসঙ্গে মার্ক জাকারবার্গ বলেছেন, সঠিক কিছু করা গেলে কংগ্রেসে সামনে সানন্দেই পরীক্ষা দেবেন তিনি।
জাকারবার্গ তার ব্যক্তিগত পেজ থেকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এখন থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেউ সহজে পাবে না।
ফেসবুকের প্রতিষ্ঠাতা এই মাল্টি বিলিওনিয়ার বলেন,‘আপনাদের তথ্য সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি তা না পারি, তবে আমাদের সেবা দেওয়ার কোনো অধিকার থাকবে না।’
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গ আরো বলেন,এখন তাঁর প্রতিষ্ঠান ফেসবুকের তথ্যে ঢোকার সুযোগ আছে—এমন সব অ্যাপ নিয়ে তদন্ত করবে। কোনো অ্যাপের কার্যক্রম সন্দেহ হলে পুরো ফরেনসিক পরীক্ষা হবে। অডিটে রাজি না হলে সব অ্যাপ বাতিল করা হবে। ভবিষ্যতে অ্যাপ নির্মাতাদের তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অ্যাপে সাইন ইন করার সময় নাম, ছবি আর ই-মেইল অ্যাড্রেসের বাইরে আর কিছু দেওয়া হবে না। কারও কাছ থেকে তথ্য নিতে হলে তাঁর অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা চালু হবে। এ ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন জাকারবার্গ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply