নিলয় ধর, যশোর প্রতিনিধি : খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকরা এক সপ্তাহের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। আজ সন্ধ্যা ৬টা থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। খুলনা জেলা প্রশাসকের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠকের পর তিন শর্তে তারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছিলেন শ্রমিকরা।খুলনার শ্রমিকরা জানান, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের ৩০ হাজার শ্রমিকের ৯ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।
ফলে রোজার মাসে তারা দুর্বিষহ দিন কাটাচ্ছেন। শ্রমিকদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মত প্রায়। দাবি আদায়ে তারা কর্মসূচি পালন করছিলেন। যশোর খুলনায় আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর তিন শর্তে আমরা এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করেছে। সন্ধ্যা ৬টা থেকে তারা কাজে যোগ দিয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply