গাজীপুরে কলেজ পড়ুয়া ছাত্রের উদ্যোগে গড়ে উঠেছে এক সমাজসেবী সংগঠন যার নাম স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন। জানা যায় ২০১৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনই এই সংগঠন টি প্রতিষ্ঠা করেন সংগঠন টি উদ্যোক্তা। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ভাবে অসহায় হত-দরিদ্রদের মানুষদের পাশে থেকে সহযোগিতা করেছে এবং রক্তদানেও অসামান্য অবদার রয়েছে এই সংগঠনটির করেছে অনেক জনসচেতনমূলক প্রচার প্রচারনায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ডেঙ্গু প্রতিরোধ প্রচারনা,বৃক্ষ রোপন প্রচারনা, মাদক বিরোধী প্রচারনা ও বর্তমানের ভয়ানক কোভিড-১৯ প্রতিরোধ প্রচারনা।
সংগঠনটি ইতি মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে তরুন দের মধ্যে এবং সংগঠন-টির শাখা হয়ে দাড়িয়ে ৬ টি, শাখাগুলো হচ্ছেঃ কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ জেলা কমিটি( প্রক্রিয়াধীন), টংগী পশ্চিম থানা কমিটি, পূবাইল সাংগঠনিক থানা কমিটি, গাজীপুর সদর থানা কমিটি ও উত্তরা পশ্চিম থানা কমিটি ।
সংগঠনটির স্থায়ী প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন বলেন, সংগঠনটি গড়ে তোলার পর থেকে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি মানুষ দের জন্য। কারন আমরা এখন ১৯-২০ বছর বয়সি তরুন, এখন আমরা যে কাজটি এই তরুন বয়সে করতে পারবো সেটি পরে আর করতে পারবো না তাই আমাদের তারুণ্যকে কাজে লাগিয়ে দেশের জন্য, সমাজের জন্য ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
বর্তমান করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকেই আমরা নিয়েছি বিভিন্ন উদ্যোগ এবং সেটি বাস্তবায়নও করেছি এবং সামনে ঈদ উল আযহা সেটির জন্যেও আমাদের পরিকল্পনা রয়েছে । আমরা চাই আমাদের এই সংগঠনকে সারা বাংলাদেশে জড়িয়ে দিতে তাই করোনার পরই আমরা সরকারের নিকট সংগঠন নিবন্ধনের জন্য আবেদন করবো। ইনশাল্লাহ আমরা সফল হবো ।
Leave a Reply