নাটোরের গুরুদাসপুরে কাল বৈশাখী ঝড়ে ধানুড়া উচ্চ বিদ্যালয় লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে। ভিজে নষ্ট হয়ে গেছে দাপ্তরীক কাগজপত্র। প্রাথমিক ভাবে ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের মধ্যে ছরিয়ে ছিটিয়ে পরে আছে চালের টিন। শিক্ষদের জন্য নির্ধারীত রুমের ভিতরে লন্ডভন্ড হয়ে গেছে। সকল কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। অফিস কক্ষে পানিতে ভরপুর। বিদ্যালয়ে অধিকাংশ রুমের উপরে টিনের চাল নেই।
বিধ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে কোন বিল্ডিং নেই। ২০১৯ সালে শতভাগ সাফল্য অর্জনকারী বিদ্যালয় দিতে ৮টি আধা পাকা রুম রয়েছে। শুক্রবার সন্ধার দিকে প্রচন্ড ঝঢ় শুরু হলে অফিস কক্ষসহ ৪টি ঘড়ের চাল উড়ে যায়। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে আলমাড়িতে রাখা দাপ্তরীক কাগজপত্র, একটি প্রজেক্টর ও দুটি ল্যাপটপ। অতিবিলম্বে মেরামত করা না হলে ১৯ সালে অনুষ্ঠিয় ৮০ জন জেএসসি পরিক্ষার্থী ভাল ফলাফল সম্ভব হবে না।
বিদ্যালয়টির সভাপতি মহসীন আলম বলেন, বিদ্যালয়টিতে ভাল ফলাফল অর্জন করলেও কোন বিল্ডিং না থাকায় আজ এ ঘটনা ঘটেছে। যদি একটি ভাল বিল্ডিং থাকত তাহলে দাপ্তরিক কাগজপত্র গুলো নষ্ট হতো না।
বিধ্যালয়ের প্রতিবেশী ইসাহাক আলী বলেন, শুক্রবার সন্ধায় হঠাৎ করে ঝড়ে বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায়। দাপ্তরিক কাগজ পত্র বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়।
নৈশ প্রহরী একাব্বর আলী বলেন, আমি বিদ্যালয়ে অবস্থান করতে ছিলাম। হঠাৎ করে ঝড় এসে বিদ্যালয়ের চাল উড়ে যায়। আমি প্রধান শিক্ষককে খবর দেই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply