হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন এক সময় নবী করীম (সাঃ) উটের উপর সওয়াব ছিলেন। হযরত মা‘য়ায ইবনে জাবাল (রা) তাঁর সাথে উটের হাওদার পিছনে বসা ছিলেন। রাসূলেপাক (সাঃ) হযরত মা‘য়ায (রা) কে ডেকে বললেন, “ হে মা‘য়ায ইবনে জাবাল! মায়ায উত্তরে বললেন, আমি আপনার আনুগত্যের জন্য হাযির।
তারপর ও রাসূলেপাক (সাঃ) বললেন, হে মা‘য়ায! হযরত মা‘য়ায (রা) অনুরূপ উত্তর দিলেন। রাসূলেপাক (সাঃ) তিন তিন বার তাকে সম্বোধন করলেন। তারপর বললেন কোন ব্যক্তি যদি খালেস দেলে অর্থাৎ আন্তরিকভাবে এ কথা সাক্ষী দেয় যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও রাসূল।
তা হলে মহান আল্লাহ তা‘য়ালা তার উপর হতে দোযখের আগুনকে হারাম করে দিবেন। হযরত মায়ায (রা) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি কি মানুষের কাছে এ কথা বলে দিব? যাতে তার শুভ সংবাদ গ্রহণ করে সন্তুষ্টি হতে পারে।
উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন, যদি তুমি তাদেরকে এ তথ্য বলে দাও, তা হলে তারা এর উপরই ভরসা করবে, আমল করা ছেড়ে দিবে। অতঃপর মা‘য়ায (রা) জীবনভর এ হাদীসটি কারো কাছে প্রকাশ করেননি। মৃত্যুর পূর্বক্ষণে এ হাদীসখানা বর্ণনা করেছেন, যেন হাদীস গোপন রাখার গুনাহ না হয়।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply