কিশোরগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য , সাবেক আওয়ামীলীগ এর সফল সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী , প্রয়াত রাষ্টপতি সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য সন্তান বাংলাদেশের গর্ব জনাব সৈয়দ আশরাফুল ইসলাম আজ বৃহস্প্রতিবার (০৩/০১/২০১৯) থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )।মৃত্যু কালে তার বয়স ছিল ৬৮ বছর।সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫০ সালে ১ জানুয়ারি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ।তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র, জাতীয় সংসদ সদস্য। তিনি বর্তমানে কিশোরগঞ্জ-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এর পূর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।২৪ অক্টোবর ২০১৭ সালে সৈয়দ আশরাফুলের স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রায়ই অসুস্থ হন।তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। নভেম্বর ২০১৮ সালে তার ফুসফুসের ক্যান্সার ৪র্থ ধাপে পৌঁছে। ২০১৯ সালের ৩রা জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তাদের একটি মেয়ে রয়েছে (রীমা ঠাকুর), যে লন্ডনের এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন।
গোলাম মহিউদ্দীন
নির্বাহী সম্পাদক
Leave a Reply