চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২১ জেলেকে আটক করার পর ২০ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও বাকি একজনকে ছয় হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া অপর অভিযানে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার টিলাবাড়ি জেলেপাড়ায় জেলা টাস্কফোর্সের অভিযানে ২৪টি ঘর থেকে প্রায় নয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ২৪টি ঘরের মালিকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত মামলা করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর টিলাবাড়ি এলাকায় ব্লক রেইড দিয়ে অভিযান পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিদুজ্জামান জানান, ‘আটক ২১ জনের ২০ জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। বাকি একজনকে ছয় হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আটক জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply