একদম কম সময়ের চমৎকার একটি নাস্তা।ব্যতিক্রমি আয়োজনে আজ রেসিপিতে আপনাদের জন্য রয়েছে চীজ টোস্ট।এবার আসুন কিভাবে বানাতে হবে এই চীজ টোস্ট দেখে নেওয়া যাক।
উপকরণ:
পাউরুটি- ৪ স্লাইস,
মুরগির ডিম- ১টি,
ময়দা- ২ বড় চামচ,
কর্নফ্লাওয়ার-১ বড় চামচ,
মরিচগুড়ো- সামান্য,
গোলমরিচ গুঁড়ো-সামান্য,
লবণ-পরিমাণমতো,
দুধ-৩ বড় চামচ,
করানো চীজ- ২ বড় চামচ ।
প্রণালিঃ
১) ডিম,ময়দা ইত্যাদি সব উপকরণ দিয়ে গোলা তৈরি করুন।
২) পাউরুটি নিয়ে প্রতিটির ওপর মিশ্রণটি দিয়ে দিন।
৩) ভালো করে চীজ ছড়িয়ে দিন।
৪) এবার একটি ফ্রাইপেন নিয়ে তাতে সামান্য বাটার বা তেল নিতে হবে। এখন পাউরুটিগুলো পেনে রেখে মৃদু আঁচে হালকা বাদামি রং ধারন না করা পর্যন্ত রাখতে হবে।
৫) পরে নামিয়ে চিলি সস দিয়ে পরিবেশন করুন মজাদার চীজ টোস্ট।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply