পাকিস্তানে এখন গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে গাধা। আর এই পশু দিয়েই বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করছে দেশটি। এ নিয়ে চীনের সঙ্গে এক বাণিজ্য চুক্তি করেছে পাকিস্তান। যেখানে চীনকে গাধা সরবরাহ করবে পাকিস্তান।
চীন জানিয়েছে, কিস্তিতে কিস্তিতে পাকিস্তান গাধা সরবরাহ করবে। প্রথমে দুর্বল ও অসুস্থ গাধা সরবরাহ করবে। প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা সরবরাহ করা হবে। এর বিনিময়ে চীনের একটি সংস্থা ৩ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানে বিনিয়োগ করবে।
চীন বলছে, তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য গাধা কিনতে চায়। এ জন্য তারা অসুস্থ ও মুমূর্ষু গাধা নিতে চাচ্ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিকাংশ বাসিন্দার আয়ের উৎস গাধা পালন। এখানে প্রায় ৭০ হাজার পরিবার গাধার উপরে নির্ভর করেই বেঁচে থাকে।
জিও টিভির খবরে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাণীসম্পদ দফতর গাধা প্রজননে মন দিতে চাইছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply