‘আদর্শ মহিলা উন্নয়ন সমিতি’ -সংগঠনের নামটি সামাজিক হলেও বাস্তবতায় এটি আর সামাজিক রইলো না। কারণ এর যিনি প্রধান, তিনি বর্তমানে দেশের সবচেয়ে ‘ভাইরাল ইস্যু’ জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক আহমেদ কবীরের ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওর নারী সঙ্গী।
তার নাম সানজিদা ইয়াসমিন সাধনা। সে ওই জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধনার ছবি সম্বলিত একটি ভিজিটিং কার্ড ছড়িয়ে পড়েছে। কার্ডের উপরের অংশে তার নামের নিচে লেখা সভানেত্রী, আদর্শ মহিলা উন্নয়ন সমিতি।
এর নিচে তার মোবাইল নম্বর, যেটি বন্ধ পাওয়া গেছে। সাধনার সেই ভিজিটিং কার্ড এছাড়া কার্ডের নিচের অংশে আরেকটি প্রতিষ্ঠানের নাম সানজিদা ইয়াসমিন হস্তশিল্প, হস্তশিল্পের পণ্য সামগ্রী পাইকারী ও খুচরা বিক্রেতা। ঠিকানা লেখা, বগাবাইদ বোর্ডঘর, জামালপুর। ফেসবুকে ভিজিটিং কার্ডের ছবি পোস্ট করে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। সাধারণ মানুষের ভাষ্য- আদর্শ মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হয়ে সাধনা নিজের কি আদর্শ প্রকাশ করলেন দেশবাসীর সামনে?
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply