১৬ মার্চ ২০১৯ শনিবার রাজধানীর কমলাপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর অপারেশনাল ইউনিট আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ । গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ মাসুম পারভেজ শুভ @ শাবাব @ শামীম (২৪) ।
এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় যার গেলারীতে বোমা তৈরী, দেশীয় অস্ত্র তৈরীর ভিডিও ছাড়াও আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা শাইখ জসীম উদ্দিন রহমানির, শাইখ তামিম আল আদনানি, আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্য সম্বলিত ভিডিওসহ অসংখ্য উস্কানিমূলক অডিও ও ভিডিও পাওয়া যায়।
মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম বেশ কয়েকদিন ধরে প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১৬ মার্চ’১৯ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের এক সক্রিয় সদস্যের অবস্থান রাজধানীর কমলাপুর রেলষ্টেশন বটতলা পোস্ট এলাকায় সনাক্ত করে । এরপর ১৬ মার্চ’১৯ শনিবার ১৪.৩০ টায় কমলাপুর রেলষ্টেশন বটতলা পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইসলাম ধর্মের অপব্যাখ্যার দ্বারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি ও উগ্রবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য উস্কানী প্রদান করে জননিরাপত্তা বিপন্ন ও জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভিডিও ও লেখা আপলোড করত । উগ্র মতাদর্শে বিশ্বাসী সহযোগীদের পোষ্ট লাইক ও শেয়ার করত । এছাড়া সে চলচিত্র নির্মাতা খিজির হায়াৎ হত্যা পরিকল্পনা টিমের একজন সদস্য ।
এই সংক্রান্তে শাহজাহানপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply