বৃহস্পতিবার কারাগারে গিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করেন তাঁর আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় খালেদা জিয়া আইনজীবীদের কাছে তার জামিনের বিষয়ে জানতে চেয়েছেন।
বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তার আইনজীবী জয়নুল আবেদীন। জয়নুল আবেদীন বলেন, ‘আমরা কয়েকজন আইনজীবী মিলে তার (খালেদা জিয়া) সঙ্গে দেখা করেছি। সেখানে আমরা প্রায় একঘণ্টা পাঁচ মিনিটের মতো ছিলাম। সাক্ষাৎকালে তিনি আমাদের কাছে জামিনের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাকে সব জানিয়েছি।’
তিনি বলেন, ‘তাকে বলেছি, আপনার জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম। এরপর আদালত জানিয়েছেন, নথি আসার পর শুনানি নিয়ে জামিনের বিষয়ে আদেশ দেবেন। কিন্তু গতকাল বুধবার (৭ মার্চ) নথি আসার সেই ১৫ দিন সময় পার হয়ে গেছে। তাই বৃহস্পতিবার (৮ মার্চ) আমরা মেনশন স্লিপ দিয়ে নথি আসার সময় শেষ হওয়ার বিষয়ে আদালতকে অবহিত করি। এ পর্যায়ে আদালত আগামী রবিবার জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেন।’ খালেদা জিয়াকে তার এই আইনজীবী আরও বলেন, ‘আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এছাড়া জামিন দেওয়ার ক্ষেত্রে আদালতের এখতিয়ারও রয়েছে। জামিনের জন্য আমরা অনেকগুলো গ্রাউন্ড দিয়েছি। তাই সেসব গ্রাউন্ড বিবেচনা করে আদালত রবিবার আপনাকে জামিন দেবে বলেও আমরা বিশ্বাস করি।’
খালেদা জিয়ার সঙ্গে আর কোনও বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, ‘তার সঙ্গে শুধু মামলার আইনগত দিক নিয়ে আলোচনা করেছি। এর বেশি কোনও কথা হয়নি।’ পরে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা যখন তার সঙ্গে দেখা করি, তখন তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। তিনি আমাদের বলেছেন— আমি টাকা আত্মসাত করলাম না। টাকা লেনদেনের কোনও কাগজে স্বাক্ষর করলাম না, অথচ আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলায় সাজা দেওয়া হলো।’
জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দিন খোকন ছাড়াও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে গিয়েছিলেন— অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান ও সানাউল্লাহ মিয়া। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply