নিউজিল্যান্ডের মাটিতে যেন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারছে না টাইগাররা। ওয়ানডে সিরিজ হারার পর প্রথম টেস্টে একদিন বাকি রেখেই এক ইনিংস ও ৫২ রানে হেরে যায় টিম বাংলাদেশ। তবে এত খারাপের মধ্যেও টেস্ট র্যা ঙ্কিংয়ে হাসি ফুটিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মুখে।
হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১২৬ রানের দারুণ এক ইনিংস। দ্বিতীয় ইনিংসেও তামিম করেন ৭৪ রান। আর তাতেই সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র্যাং কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে গেছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। উঠে এসেছেন ২৫তম স্থানে। ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। ৬১০ রেটিং নিয়ে সাকিব আছেন ২৮তম স্থানে।
ক্যারিয়ারসেরা র্যা ঙ্কিংয়ে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। প্রথম ইনিংসে মাত্র ২২ ও দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের ফলাফল- ১২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে অবস্থান তার। এছাড়া বোলারদের র্যা ঙ্কিংয়েও তিন ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে।
প্রথম ইনিংসে মাত্র ১ রান করলেও দ্বিতীয় ইনিংসে তামিমের পাশাপাশি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে যান সৌম্য। করেন ১৪৯ রান। যা তাকে র্যা ঙ্কিংয়ে এগিয়ে দেয় ২৫ ধাপ। উঠে আসেন ৬৭ নম্বরে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply