ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামজোটের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী উম্মে হাবিবা বেনজিরের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন করেন তারা। ভোটার তালিকায় নাম না আসার কারণে উম্মে হাবিবা বেনজিরের পরিবর্তে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বায়ক ফয়সাল মাহমুদকে তার স্থলাভিষিক্ত করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক। এতে তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে জিএস পদে মনোনয়নপত্র উত্তোলন করেন উম্মে হাবিবা বেনজির এবং ২৬ ফেব্রুয়ারি তা জমা দেন। কিন্তু ২৭ ফেব্রুয়ারি তারিখে জানা যায়, উম্মে হাবিবা বেনজিরের মনোনয়ন পত্রটি বাতিল হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, বেনজির ভর্তিও (এম ফিল) যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও ভোটার তালিকায় তার নাম না ওঠার ঘটনা থেকে বোঝা যায়, প্রশাসন পরিকল্পিতভাবেই বেনজিরের প্রার্থীতা বাতিল করেছে। যা আশ্চর্যজনক। আমরা প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডকে স্বৈরতান্ত্রিক বলে মনে করি।
এসময় তিনি দুই জোটের পক্ষ থেকে মনোনিত জিএস পদপ্রার্থীকে বাতিলের প্রতিবাদ জানান। অবিলম্বে বেনজিরের প্রার্থীতা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পরিস্থিতিতে দুই জোটের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদকে মনোনীত করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইকবাল কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন, ছাত্র ঐক্য ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম অভি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএম পারভেজ লেলিন প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply