ডায়াবেটিক রোগীদের প্রতি কিছু কথা:
১. রোজা থাকা অবস্থায় ইনসুলিন ইনজেকশন নেয়া যাবে, তবে খুদা নিবারণ করে বা তাজা করে তোলে এমন কিছুই ওরাল,পায়ু,শিরা ও মাংসপেশী পথে নেয়া যাবেনা।
২.ইফতারের সময় বেশী খাদ্য গ্রহন করবে না!
৩. রোজা থাকা অবস্থায় ব্লাড সুগার অতিরিক্ত কমে গেলে গ্লুকোজ নেয়া যাবে তবে অবস্যই রোজা ভেংঙ্গে বা নষ্ট হয়ে যাবে।
Leave a Reply