আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি ঢাকাসহ কয়েকটি বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শুক্রবার থেকে তাপদাহ বা দাবদাহ কমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃহস্পতিবার তাপদাহ কিছুটা কম হলেও বৃষ্টির দেখা মিলেনি কোথাও। আবহাওয়া অধিদপ্তর থেকে সুখবর দিয়ে বলেন,আগামীকাল থেকে তাপমাত্রা কমে বৃষ্টির দেখা মিলতে পারে ঢাকা সহ বেশ কয়েকটি জেলায়।
এদিকে সিলেটে ও চট্রগ্রামে বৃষ্টির দেখা পেলেও ঢাকার কোথাও মিলেনি দাবদাহের স্বস্তির বৃষ্টি! তবে হা এটাও বৃষ্টির সাথে কাল বৈশাখি ঝড়।
তাপদাহ বা দাবদাহ বাংলা অভিধানে আরেকটি শব্দ আছে—”দাবদাহ”। বনের আগুন থেকে সৃষ্ট দাবানল থেকে দাবদাহ।’আরও পরিষ্কার করে বললে “তাপদাহ” জনগণের মুখের ভাষা, আর আভিধানিক শব্দ “দাবদাহ”। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে যেকোনো শব্দই সঠিক’
Leave a Reply