আইন, বিচার ও সংসদবষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সবপ্রতিবন্ধকতা আইনি লড়াইয়ের মাধ্যমে সারিয়ে বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আসামিদের এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকেও ইনশাল্লাহ দেশে ফিরিয়ে আনবই।’
বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি সরকার, জিয়াউর রহমান এবং এরশাদ এই খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন। তাদের সরকারি চাকরি দিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছেন। ভোটারবিহীন নির্বাচনে রশিদের মতো খুনিকে বিরোধী দলীয় নেতা বানিয়েছেন। এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এই সরকারগুলো সহায়তা করেছে।’
এসময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply