শিশু ধর্ষণ রুখতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে পাস করা হয়েছে এক নতুন আইন। এই আইন অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণ করলে ধর্ষককে ইনজেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে নপুংসক করে দেওয়া হবে।জানা গেছে শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতে এই আইন করা হয়েছে। এই ইনজেকশন একবার পুশ করলে ধর্ষক দ্বিতীয়বার কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না৷ তাকে সারাজীবন ধরে বয়ে বেড়াতে হবে নিজের এই পাপের শাস্তি।
ওই আইন অনুযায়ী, কোনো অপরাধী যদি জেলে থাকেন তবে তাকে তখন ইনজেকশন দেয়া হবে না। তবে প্যারোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে এটি পুশ করা হবে।
আর কোনো কারণে তিনি যদি ইনজেকশন নিতে রাজি না হন, তাহলে আজীবন তাকে জেলেই থাকতে হবে৷ কখনইও বাইরে আসতে পারবেন না।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply