নওগাঁ শহরের মেরীগোল্ডপাড়া এলাকা থেকে জাল টাকা তৈরির মেশিনসহ শাহীন আলম নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক শাহীন আলম জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। সে বেশ কিছুদিন যাবৎ নওগাঁ মেরীগোল্ডপাড়া এলাকায় আশরাফ আলীর বাসায় ভাড়া থেকে বসবাস করছিল। সেখানেই তৈরি করে আসছিল জাল নোট।
বুধবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন সাংবাদিকদের কাছে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। এ সময় সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার ওসি সোহরাওয়ার্দীর নেতৃত্বে শহরের পার নওগাঁ বৌবাজার এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় জাল নোটসহ শাহীনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক শাহীনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জাল টাকার নোট তৈরির মেশিন, কম্পিউটার প্রিন্টার, স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটক শাহীনের বাড়ি থেকে ১০০ টাকার ৭৭ হাজার ১০০ টাকা ও ৫০০ টাকার ১ লাখ ৪৭ হাজার টাকার জাল নোটসহ মোট ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন অভিযানকারীরা।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল জানান, আটকের পর শাহীন জাল টাকা তৈরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক শাহীনকে আদালতের সোপর্দ করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply