অনলাইন ডেক্সঃ নাটোরে অতিথি পাখিসহ বিভিন্ন প্রকার দেশীয় পাখির মাংস দিয়ে চপ বানিয়ে বিক্রির দায়ে হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার অর্জুনপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামছুল আরেফিন। হাফিজুল অর্জনপুর গ্রামের ওয়াজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের অর্জুনপুরে অতিথি পাখির মাংসের চপ বিক্রি করে আসছিলো হাফিজুল ইসলাম। তার দোকানে নানারকম পাখির স্বাদ গ্রহণ করতে প্রতিনিয়ত ভীড় জমাতো নানা শ্রেনী পেশার মানুষ । শহরের তরুণ-তরুণীরা চপ খাওয়ার পাশাপাশি ছোট ছোট কক্ষে ডেটিং করতে ভীড় জমাতো হাফিজুলের দোকানে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বক রাতচোরা, বাঘারি, ঘুঘু, ডাউক, চাকলা, বালিহাঁস, শামুকখোলসহ অন্তত ৩০ প্রকার পাখির মাংসের চপ বিক্রি করতো। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমান বক, বালিহাঁস, চড়ুই পাখির মাংস জব্দ করে উদ্ধার করে তা পুকুরে ফেলে দেয়া হয়।
তিনি আরো বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২০১২ সালের ৬ এর ক অনুচ্ছেছদ অনুযায়ী হাফিজুলকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply