নারী ক্রিকেটারের সংখ্যা বাড়াতে আসছে বছর থেকে নিয়মিত স্কুল ক্রিকেট লিগ চালু করার আশ্বাস দিলেন বিসিবি’র নারী উইংয়ের নতুন চেয়ারম্যান শফিউল আলম নাদেল। মেয়েদের ক্রিকেটের প্রতি আগ্রহী করতে বাড়ানো হবে ম্যাচ ফি এবং বেতনের পরিমাণ। থাকবে আলাদা নারী কোচ। এছাড়াও ম্যানেজার নিয়োগ দেয়ার কথাও জানিয়েছেন নাদেল।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা প্রতিবেশী দেশ ভারত। ছেলেদের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সমান তালে উন্নতি করছে নারীদের ক্রিকেটও। কিন্তু একেবারে ভিন্ন চিত্রের দেখা মিলবে বাংলাদেশে। ছেলেরা যখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে তখন মেয়েরা লড়াই করে বিশ্বকাপের কোয়ালিফাইং মঞ্চে।
কেন বারবার অন্তরালে দেশের নারী ক্রিকেট। বিসিবির আলাদা উইং থাকা সত্ত্বেও কেন এগুচ্ছেনা টাইগ্রিসরা। এমন প্রশ্ন থাকতে পারে সবার। তবে সমস্যার মূলে রয়েছে নারী ক্রিকেটারদের স্বল্পতা। পর্যাপ্ত নারী ক্রিকেটার না থাকায় প্রত্যাশানুযায়ী আসছে না ফল।
বিসিবি নির্বাচনের পর নারী উইংয়ের নতুন চেয়ারম্যান হয়েছেন সিলেট থেকে নির্বাচিত পরিচালক শফিউল আলম নাদেল। সমস্যার মূলে যেতে চান তিনি। নারী ক্রিকেটের পাইপ লাইন সমৃদ্ধ করতে, চালু করার আশ্বাস দিলেন স্কুল টুর্নামেন্ট। যাদের নিয়ে দীর্ঘ পরিকল্পনা রয়েছে বোর্ডের।
ক্রিকেটে আগ্রহী করতে বাড়ানো হবে মেয়েদের ম্যাচ ফি এবং বেতনের পরিমাণ। সেই সাথে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে, আলাদা নারী কোচ এবং ম্যানেজার নিয়োগ দেয়ার কথাও জানান বিসিবির এই পরিচালক।
সালমা রোমানাদের সামনে রয়েছে আইসিসির বিভিন্ন ইভেন্ট। তাই নতুন বছরের শুরুতেই দিতে চান পুরো বছরের ক্যালেন্ডার। সেই অনুযায়ী চলবে তাদের ক্যাম্প। এমন আশ্বাস এই বিসিবি কর্তার।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply