নেত্রকোণার কলমাকান্দা সড়কের সিধলী বাজারের কাছে রাজাপুর খালের ওপর নির্মিত সেতুর নির্মাণকাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সেতুটি ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০১৮ সালের ১৬ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেতুর নির্মাণকাজ শেষ হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশন সূত্রে জানা গেছে, এত বড় সেতুটির কাজে কোনো বিকল্প পথই ধরা ছিল না। এ জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সময়ক্ষেপণ করায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করতে পারেনি। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিস দেওয়া হয়েছে। সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply