আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠল সাকিবময়। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই তিনি জ্বলে উঠলেন। ব্যাটিংয়ে ৫১ রান করার পর বোলিংয়ে নিলেন পাঁচটি উইকেট। সাকিবই প্রথম বাংলাদেশি খেলোয়াড় যিনি বিশ্বকাপে পাঁচটি উইকেট শিকার করলেন।
বিশ্বকাপের একই আসরে সেঞ্চুরি করে ও পাঁচ উইকেট নিয়ে কপিল দেব ও যুবরাজের পাশে নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বকাপে যুবরাজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসাবে বিশ্বকাপের একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিলেন সাকিব।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। ছয় ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি ও দুইটি সেঞ্চুরি করে ৪৭৬ রান নিয়ে রান সংগ্রহকারীদের তালিকায় সেরা অবস্থানে আছেন তিনি। ৪৪৭ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন ডেভিড ওয়ার্নার। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ১০টি উইকেট নিয়েছেন সাকিব।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply