বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে উড়োজাহাজ গতকাল নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বিধ্বস্ত হয়েছে সেই বিমানের পাইলট কে ভুল নির্দেশনা হয়েছিল বিমানবন্দরের কন্ট্রোল রুম থেকে। বিমান টি বিধ্বস্ত হওয়ার পূর্বে পাইলট ও কন্ট্রোল রুমের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটা থেকে এমন ই আভাস পাওয়া গেছে।
নেপালের স্থানীয় ইংরেজি দৈনিক নেপাল টাইমসের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ও কন্ট্রোল রুমের সর্বশেষ যে সকল কথা হয়েছিল তার একটি অডিও রেকর্ড পাওয়ার পর এমন টি জানিয়েছি সংবাদ মাধ্যম টি। তারা জানিয়েছে, ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল রুম থেকে ভুল বার্তা দেওয়ার কারনে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলত দ্বিধায় পড়ে যান। তিনি বুঝতো পারছিলেন কি করবেন।
নেপাল টাইমসের কাছে যে অডিও রেকর্ড টি রয়েছে তার শুরু তে শোনা যায়, কন্ট্রোল রুম থেকে বিমানের পাইলট কে ডানদিকে দুই নাম্বার রানওয়ে তে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা পাওয়ার পর পাইলট ডান দিকে যাওয়ার কথা কন্ট্রোল রুম কে জানান।
পাইলট বিমান টি ডানদিকে নিয়ে যাওয়ার পর দেখেন রানওয়ে ফ্রি নাই,তখন তিনি আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন এবং রানওয়ে ফ্রি করে দিতে বলেন। এ সময় তাকে কন্ট্রোল রুম থেকে প্রশ্ন করা হয়, আপনি কি বর্তমান অবস্থানে থাকতে পারবেন?
এ সময় বিমানটির পাইলট কন্ট্রোল রুম কে দুই নাম্বার রানওয়ে ফ্রি করে দেওয়ার অনুরোধ করেন।কিন্তু তাকে আবারো ভুল বার্তা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে বলেন,আমি আবারো অনুরোধ করছি রানওয়ে ফ্রি করুন। এর পরপর ই বিমান টি বিকট শব্দ হতে থাকে। কিছুক্ষণ পর ই বিমান টি বিমানবন্দরের রানওয়ের পাশে ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমান থেকে বেঁচে যাওয়া এক নেপালি যাত্রী জানান,ঢাকা থেকে উড্ডয়নের পর পর বিমান টি স্বাভাবিক ই ছিল। কিন্তু কাঠমুন্ডু তে অবতরণের সময় বিমানটি অস্বাভাবিক আচরণ শুরু করে। হটাৎ ঝাঁকুনি দিতে শুরু করে। আমি জানালার পাশের সিটে বসে ছিলাম, আমি জানালা ভেঙে বের হয়ে আসতে সক্ষম হয়।
গতকাল ইউএস-বাংলার বিমান টি ৬৭ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু নিয়ে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক বিমান দূর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন এবং ২২ জন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য যে, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর টি বিশ্বের অন্যতম বিপদজনক বিমান বন্দর। এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় বিমানের পাইলটদের দৃষ্টি কে রাখতে হয় সব সময় তীক্ষ্ণ এবং কষতে হয় জটিল সব হিসাব। সেখানে পাইলট কে ভুল নির্দেশনা দেওয়া হলে কি পরিণতি হতে পারে?
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply